বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড়ো সমস্যায় ভোগে গ্রামাঞ্চলের মানুষ। একদিকে সরকারি ডাক্তারেরা যেতে চায় না সেখানে, অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে পানিপড়া, তেলপড়া। এই দুটোর ভিন্ন পথ যদি একে অপরের মুখোমুখি হয়ে যায়, তখন কী হবে? এই উপন্যাসের অন্যতম চরিত্র ফাহমিদা আর গ্রামের মাতব্বরের ছেলে ওয়াহিদ মোকাবিলা করছে মহামারির। অপরদিকে, মসজিদের হুজুর এটা ভালো চোখে দেখছে না। তার মতে, মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে বলেই ডাক্তার ফাহমিদার কাছে যাচ্ছে, হাসপাতালমুখী হচ্ছে। কিন্তু এতে করে কী ক্ষতি হুজুরের বা গ্রামের মাতব্বরের? তাদের আসলে উদ্দেশ্য কী?গ্রামের সহজ সরল মানুষকে তারা বোকা বানিয়ে রাখছে না তো! সম্পূর্ণ ঘটনা নিয়েই ফারহানা হোসেনের উপন্যাস 'ঝড়ে বক মরে'।