কবিরা স্বপ্ন দেখে, মানুষকে স্বপ্ন দেখায়— কবিতার যাপিত জীবনে কবি এক অন্বিষ্ট চেতনায় ধ্যানমগ্ন ঋষি। কে যেন তাকে তাড়িত করে অপার বিস্ময়ে— বেদনার ভাঁজে ভাঁজে কবি তার সত্তায় উজ্জীবিত হয়। বালির আস্তরণ ভেদ করে কবির সামনে বেরিয়ে আসে রঙিন ছবির মতো পুরনো এ্যালবাম। কেউ কবিকে উপেক্ষা করলে— তাতে কবির কিছুই আসে যায় না। কবি এসবের জাগতিকতায় ভাবে না...।
কবি জমে থাকা মধুর স্মৃতিগুলো কিভাবে কোথায় নিয়ে গিয়ে নোঙর ভিড়াবে— সে মাস্তুলে বসে সেই ভাবনায় মত্ত থাকে। গাঙচিলের ঝরে পড়া পালক সাগরের উত্তাল ঢেউয়ে ঢেউয়ে কবি তার প্রেয়সীর কান্না খুঁজে ফেরে। উত্তাল সাগরের জোয়ার-ভাটায় ভেসে ভেসে বেদনায় ঘর বাঁধার বুনো স্বপ্ন বোনে। কবিরা তো এমনই।
কবি আনোয়ার কামাল সেই আশির দশক থেকে লেখালেখা করছেন। তাঁর কবিতায় প্রেম, দ্রোহ আর মাটিবর্তী মানুষের সরল অখ্যান নানামাত্রিক বোধের মিশ্রণে মূর্ত হয়ে ওঠ। ‘ঝরা পালকের গাঙচিল’ এমনই একটি কবিতাগ্রন্থ, পাঠককে নিশ্চয় মুগ্ধ করবে।