মৃত্যুভয় কতটা ভীতিকর সেদিন বুঝলাম। আমাদের একত্রিত হয়ে বসে থাকার সময়ে আরও ৮-১০ জন মানুষ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছেন। গা ছমছম করে উঠল। ছাত্রলীগ নিশ্চয়ই। হুড়মুড় করে কিছু লোক তিন তলার দিকে ছুটলেন। কিন্তু গেটে তালা! পিছিয়ে পড়া কিছু মানুষ মানসিকভাবে ভেঙে পড়লেন, কান্না করে দিলেন।