বাংলা উপন্যাসের চরিত্ররা সচরাচর যেমন হয়, এই উপন্যাসের চরিত্ররা তেমন নয়। বাংলা উপন্যাসের ঘটনা সচরাচর যেখানে ঘটে, এই উপন্যাসের ঘটনা সেখানে ঘটেনি। প্যারিস থেকে কক্সবাজার পর্যন্ত ঘুরেছে চরিত্ররা। বাঙালি চরিত্ররা সবাই জাতীয়তাবোধসম্পন্ন বিশ্বনাগরিক; আন্তর্জাতিকতাবোধে সমৃদ্ধ। প্রেক্ষাপট আর চরিত্রের মতো ঔপন্যাসিকের গদ্যও ভিন্ন। একেবারে এই সময়ের। প্রেম, কাম, প্রগতি, দুর্গতি, সামগ্রিকতা, বিচ্ছিন্নতা— সব মিলিয়ে এই উপন্যাস অগ্রসর ও সম্পন্ন বাঙালির মানবিক অস্তিত্বের এক ভিন্ন বয়ান, যা এই সময়ের মানুষেরই মননভাষ্য। সাধারণ পাঠকের জন্য এই উপন্যাস সুখপাঠ্য। অসাধারণ পাঠকের জন্য এই উপন্যাস অনুসন্ধিৎসার।