ঝাকানাকা বিজ্ঞান!
বইয়ের নাম শুনেই নিশ্চয়ই মন হচ্ছে, এ কেমন নাম? বিজ্ঞান আবার ঝাকানাকা হয় নাকি। ছোটবেলা থেকে যে বিজ্ঞান এত গুরুগম্ভীর ও কঠিন বলে ভয় পেয়ে আসছি। সেটা নাকি ঝাকানাকা? কিন্তু আসলে সত্যিই বিজ্ঞান ঝাকানাকা। যা এই বইটি পড়ার পর পাঠকগণ নিজেই বুঝতে পারবে। ঝাকানাকা বিজ্ঞান বইটি মূলত শিশুদের জন্য লেখা হলেও সব ধরণের পাঠকগণ বইটি পড়ে বিজ্ঞানের বেশ মজার মজার বিষয়গুলো জানতে পারবে। আর একটা মজার বিষয় হচ্ছে বইটিতে যেমন রয়েছে বিজ্ঞানের বিভিন্ন ঘটনা, ঠিক তেমনিভাবে রয়েছে প্রযুক্তির বিভিন্ন কাহিনী। আর বিজ্ঞানের কঠিন কঠিন টপিকগুলোর যে মজাদার নাম রয়েছে, তা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় এবং পড়তে ইচ্ছে করে পুরো লেখাটা। কয়েকটা নাম উল্লেখ না করলে হয় না। যেমন: ট্যানগ্রাম! ট্যানগ্রাম, হরর মুভি আর হাতে ফুটো, পিঁপড়ার নৌকা, আলিবাবা। আর প্রযুক্তির টপিকগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি মজার লেগেছে সেটা হলো "ভুল করে আবিষ্কারের মজার ঘটনা"। বেশ মজার মজার নাম এবং পাশাপাশি প্রত্যকটা টপিকের সাথে যে ক্যারিকেচার আর কার্টুনগুলো আছে, সেগুলো আসলেই বেশ চমৎকার। যা না দেখলে বুঝা যাবে না। বিজ্ঞান যারা ভয় পেয়ে আসছে, বইটি পড়ে তা ধারণা বদলে যাবে এটা নিশ্চিত। আর তার কাছে বিজ্ঞানকেই সবচেয়ে বেশি সহজ মনে হবে। তাই, "জীবনটাকে ঝাকানাকা করতে হলে, পড়তে হবে ঝাকানাকা বিজ্ঞান"। জীবনটা হোক ঝাকানাকা! #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯