সাল ১৯৯৯, কার্তিক মাসের প্রথম শীতে বরিশালে জন্ম শৈশব কেটেছে টেকনাফে নাফ নদী আর পাহাড়ের কোলঘেষে আকাশের গাঢ় নীল আর গহীন সবুজে। কখনো মাবাবার হাত ধরে বার্মিজ মার্কেটে ঢুঁ মারা গুটিগুটি পায়েএলন্টি লন্ডন, ঘড়ি বাজে টনটন, এক দুই তিন! সাইকেল, গোল্লাছুট, দেয়াল পেরিয়ে দিঘী, ধুলো মাখা উচ্ছল হাসি, বাবার জোর করে গান শেখাতে নিয়ে যাওয়া, নিজে দাপাদাপি করে নাচতে চলে যাওয়া, শখের বসে আঁকতে বসা এভাবেই কেটে যায় কৈশর টুপ করে ঢাকার দোহার ও নারায়নগঞ্জে ষষ্ঠ শ্রেনিতে এসে ধরা পরা এই জাদুর শহরে অট্টালিকার ফাঁকফোকর দিয়ে খুজে চলা শৈশব কৈশরের আকাশ। জীবন যেদিকেই মোড় নিয়ে যাক, ছোট থাকতে বুকশেলফ থেকে যে বই টেনে বের করেছিলো, সেই বই নিয়েই এখন তার ঘর-সংসার-স্বপ্ন-না বলা হাহাকারে জমে ওঠা নীল ডায়েরী। বর্তমানে অধ্যয়নরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ তে। পাশাপাশি জড়িত আছে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে, কাজ করেছেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রজেক্টে ও মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। আর এই ঝাঁঝি শ্যাওলাই লেখক হিসেবে প্রথম আত্মপরিচয় স্বপ্ন দেখে ঘুরে বেড়াবে আচলে কলম ঝুলিয়ে হৃদয়কে দিস্তা কাগজ বানিয়ে এই দেশ থেকে সেই দেশ, কখনো ইতালির ভেরোনিকা শহর, পরদিন সন্ধেবেলা কোন যুদ্ধবিদ্ধস্থ এলাকায় কিংবা কোনো শরনার্থী ক্যাম্পে আর গল্প লিখলেন তাদের নিয়ে যাদের নিয়ে কেউ ভাবেনা, যাদের কেউ ভালোবাসেনা।