ফার্মিং করবে বলে ট্রান্সভালে এল জন নেইল । ওর জন্যই যেন অপেক্ষা করছিল সময়, দ্রুত ঘটনা ঘটতে লাগল এরপর। জীবনের ঝুঁকি নিয়ে পরমা-সুন্দরী বেসিকে বাঁচাল সে। পরে পরিচিত হলো বেসির বোন জেসের সঙ্গে। দু’বোন একই সঙ্গে ভালবেসে ফেলল জনকে। প্রতাপশালী ফার্মার ফ্র্যাঙ্ক মুলারের ভালমানুষির মুখোশ পুড়ে ছাই হলো ঈর্ষার আগুনে। এমনি সময়ে শুরু হলো ইংরেজ-বোয়া যুদ্ধ। এখন জন ছাড়া অন্য কেউ পারবে না জেসকে বাঁচাতে। কিন্তু “জোছনা-সুন্দরী হঠাৎ দেখা দিয়ে এলোমেলো করে দিল সব… ফাঁদ পেতে অপেক্ষা করছে মুলার, জনকে খুন করবেই এবার… ত্রিভুজ-প্রেমের এক অনবদ্য কাহিনি।
সায়েম সোলায়মান
সায়েম সােলায়মানের জন্ম ১৯৭১ সালের ২৩ জুলাই। লেখালেখিতে তাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কিশােরপত্রিকার মাধ্যমে, ১৯৯২ সালে। ২০০৪ সাল থেকে রহস্যপত্রিকায় নিয়মিত হওয়ার পাশাপাশি অনুবাদধর্মী | উপন্যাসের কাজে নিয়ােজিত হন।
পেশাজীবনে তিনি একজন ব্যাংকার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে অনার্স এবং মাৎস্যবিজ্ঞানে মাস্টার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডিআইটি সমাপ্ত করেন। এরপর একটি আইএসপি-তে কিছুদিন কাজ করার পর যােগ দেন বেসরকারি একটি ব্যাংকে। সেবা, আদী, রােদেলা ও প্রতিচ্ছবি প্রকাশনী থেকে এখন পর্যন্ত ৪০ টির বেশি বই বেরিয়েছে তার।