'জ্যান্ত টুপি' বইয়ের ভূমিকা লোম ঝুমঝুম ভাস্কা বেড়াল দিব্যি খেলা করছিল লাফিয়ে লাফিয়ে। ভলোদিয়া আর ভাদিক দুই ভাই মিলে ছবি আঁকছিল বসে বসে। শান্ত আবহাওয়া ঘরটির। হঠাৎ মেঝেয় পড়ে থাকা নিরীহ টুপিটা জ্যান্ত হয়ে উঠল। দুই ভাই আঁতকে উঠে সোফায় চড়ল লাফিয়ে। জ্যান্ত টুপিটা এগুতে শুরু করল সোজা ভাদিকের দিকে। ভয়ে দুই ভাই দৌড়ে গেল রান্নাঘরে। তারপর কী হল? নিকোলাই নোসভের লেখা এই মজার গল্পটি আমাদের জন্য অনুবাদ করেছেন ননী ভৌমিক। ছবি এঁকেছেন ইভান সেমিওনভ।