চোখের চারপাশে অন্ধ বিলাপ—কে এমন নির্ঘুম উদাসী সরোদের সুর হয়ে ফিরে আসি—তোমাকে যতবার ভুলে যেতে চাই। ততবারই পুরোনো কোনো স্মৃতি আঁকড়ে ধরে থাকে আমাকে।
আতিক ফারুক
Overall Ratings (0)