মুখের ভাষা আজ থেমে গেছে হায়
বলতে পারছি না কিছু
বোবার মতো চেয়ে আছি আমি
অশ্রু ঝরছে শুধু।
মনের আকাশে জমেছে মেঘ চারিদিকে অন্ধকার
প্রদীপ আমার নিভে গেছে হায় জ্বলিবে না যে আর!
এমন কথা ভাবিতে আমার বুক কেঁপে ওঠে ভয়ে
হাজারো কষ্ট পাথরসম ভর করে আছে মনে।
রক্তের বাঁধন ছিন্ন করে আজ তুই বহু দূরে
ঘুমিয়ে আছিস চিরনিদ্রায় ওই কবরের পরে।
থেকে থেকে হায় কেঁপে ওঠে চোখ অশ্রুজলে ভাসি
এবার বুঝি আমার পালা তোরি কাছে ছুটে আসি!
কীসের এত কষ্টরে তোর বুকে নিয়ে জমা
একা একা ঘুমিয়ে আছিস করবি না আমায় ক্ষমা?
লক্ষ্মী আমার জাদু আমার ওরে সোনা ভাই
অনেক কিছু বলার ছিল কোথায় তোকে পাই!
তোকে ছাড়া শূন্য জীবন ভাবিনি তো আগে
এক নিমেষে হারিয়ে গেলি ভাবতে অবাক লাগে!