মানুষের মন আবেগপ্রবণ। নানাসময়ে নানাবিধ আবেগ মনে উঁকি দেয় কিন্তু সব আবেগকেই যদি অপরিশীলিত ভাবে লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়, তাহলে অনেক পাঠক পাঠিকা লজ্জিত হয়, বিব্রত হয়। তাই, লেখকের উচিত আবেগটাকে পরিচ্ছন্ন করে লিপিবদ্ধ করা, যা হতে পাঠক পাঠিকা পাঠের সময় হোঁচট না খায়, বিরক্ত না হয়। ঠিক এই কাজটিই করেছেন এমদাদ হোসেন সরোয়ার তাঁর জেগে ওঠো নারী কাব্যগ্রন্থে৷