কথাগুলো তোমার জানা দরকার হয়তো তুমি জানবে না এগুলো কোনোদিনই, তবুও বলা! ভেতরে ভেতরে আমি আক্রোশ বয়ে বেড়াই! ধ্বংসলীলা পুষে পুষে বড় করি! সুযোগের অপেক্ষায় থাকি কবে ভেঙেচুরে শোধ নেব তোমার বেহিসেবী উপেক্ষার।
জামিল হাদী
Overall Ratings (0)