যে জীবন আসমানের (হার্ডকভার)
বইঃযে জীবন আসমানের বাবা -মা। দুটি শব্দ, দুটি ভালোবাসা। এ ডাকে হৃদয়ের প্রশান্তি ও আত্মার খোরাক। সৎ ও নেক সন্তানদের কাছে এ দুটি ডাকের চেয়ে পৃথিবীতে আর কোনো কিছু মূল্যবান ডাক হতে পারে না। যদিও অনেক বাবা-মা-ই আজ বৃদ্ধাশ্রমের বাসিন্দা আর সন্তানরা থাকে স্বর্গীয় সংসারে। ইসলামে তাদের প্রতি লানত ও ভর্ৎসনা করা হয়েছে। কুরআনে বলা হয়েছে, ‘তোমরা উফ শব্দটিও তাদের বলো না।’ অথচ আমরা আজ তাদেরকে উফ মনে করেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। ইসলামে বাবা-মায়ের অধিকার সম্পর্কে সচেতন থাকলে হয়তো এমনটি হতো না। তাদের প্রতি সদ্ব্যবহারে নির্দেশ দিয়েছে ইসলাম। প্রথমত সদ্ব্যবহার কাকে বলে? সদ্ব্যবহার বলা হয়, মা-বাবার প্রতি সহানুভূতিশীল হওয়া, মা-বাবার সঙ্গে কোমল আচরণ করা, তাঁদের প্রতি দয়াপরবশ হওয়া, মা-বাবার সঙ্গে যথাযথ সম্মানপ্রদর্শন করা, তাদের প্রতি যত্নবান হওয়া এবং তাঁদের অবস্থার প্রতি লক্ষ রেখে সেবা-যত্ন করা ও তাঁদের যাবতীয় প্রয়োজন পূরণ করা। ইমাম আবুল লাইস সমরকন্দি রহ. সন্তানের ওপর মা-বাবার অধিকার এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার সম্পর্কে লিখেছেন, তাঁদের যখন পানাহারের প্রয়োজন পানাহার করানো। তাদের পোশাকের প্রয়োজন হলে পোশাক-পরিচ্ছেদ দেওয়া। তাদের সেবা-যত্নের প্রয়োজন হলে সেবা প্রদান করা। ডাকলে সানন্দে সাড়া দেওয়া, কোনো কাজের আদেশ করলে পালন করা, তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলা, তাদের নাম ধরে না ডাকা, তাদের আগে না হাঁটা, তাদের সামনে ও ওপরে না বসা। তাদের পেছনে ও নিচে বসা এবং সব সময় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তাদের নাফরমানি ও অবাধ্যতা থেকে দূরে থাকা।