ফ্ল্যাপের কিছু কথাঃ উপল তালুকদার কবিতায়- সাধারণ পরিবর্তনশীল মানবিক সম্পর্কের নিরন্তর টানাপোড়েন, বিশেষ করে অপসৃয়মাণ বহুকৌণিক প্রেমের বিচিত্র রসমূর্তি নির্মাণে প্রয়াসী হন, যা তাঁর জে জে আইলা তে তে গেলা কাব্যেও লক্ষযোগ্য। বিনষ্টির ভেতর নিমজ্জমান ব্যক্তির নঞর্থক উপলব্ধি থেকে তাঁর যাত্রা শুরু হয়, যা অনেকক্ষেত্রেই- পৌঁছে যায় একটি দার্শনিক প্রজ্ঞায়। তাঁর কবিতায় ব্যক্তি শেষ পর্যন্ত নির্বিশেষ সত্তায় উত্তীর্ণ হয়, বিপন্ন কালিক অনুভব পরিশেষে সর্বকালীন বোধকে সংশয়দীর্ণ ও প্রশ্নবিদ্ধ করে। উপল তালুকদারের কবিভাষা কবিতাকে কোনোভাবে উন-দীন না করেও সরস, সরল, বোধগম্য; পাণ্ডিত্যের দর্প, অর্থশূন্য প্রহেলিকাময় ধূম্রজাল সৃষ্টি, বিশেষ কোনো একটি প্রথাগত আঙ্গিকের প্রতি নতজানু-বৃত্তি সর্বদাই তাঁর কবিতায় সতর্কভাবে পরিহার করা হয়েছে। ঐতিহ্যের প্রতি নিষ্ঠাবান কবি প্রাচীন-মধ্যযুগের কাব্যাদর্শ বিস্মৃত না হয়ে আধুনিক কবিতার কাব্যমৈলীকে আত্মস্থ করে অতঃপর উত্তর-আধুনিক কবিতার প্রাকরণিক নিরীক্ষায় প্রয়াসী হয়েছেন।
সূচিপত্র * আ টেল অব ওয়েস্ট ল্যান্ড * মুঠোফোনে * চন্দ্রগীতি * রুপোলি স্নান * তোমায় কিছু দেবো বলে * কৃষ্ণ মেঘ * শুভ্র মেঘ * বাতাসের গল্প * শ্রীকৃষ্ণকীত্তর্ণ : বংশী খন্ড * সমুদ্রদর্শন * আমার না বলা বাণী * প্রেমিকের ইতিবৃত্ত * নদীবিষয়ক * গন্তব্য : সমুদ্র * বনলতা সেন * পক্ষীসংবাদ * শত্রুর প্রতি পঙক্তিমালা * পাখি বৃত্তান্ত * প্রেম-সাত * তিন খন্ডে সমাপ্য আত্মজীবনী : দ্বিতীয় খন্ড * সমুদ্রের মুখোমুখি দিগম্বর একজন মানুষ * কবির বৃদ্ধাঙ্গুলি * বাংলার মাটি বাংলা জল * সিগারেটনামা * ছোটগল্প-দুই * আরো একটি হত্যাকান্ড * অগ্নিখন্ড : ২০১১ * জয়-পরাজয় * সম্পর্ক * চিরন্তনী * ধ্রুবপদ ও আখর * ষোলো আনা * শরীর * আকবর বাদশা ও হরিপদ কেরানি * আরো একটি গল্প * কবুতর * প্রশ্ন * জে জে আইলা তে তে গেলা