ঝরাসুখে আরেক ঐশ্বর্য ঝরে কিছু চিত্র ধরে রাখে সময় ও সংশয়। এইসব পংক্তিমালা শুধুই পংক্তি নয়; শব্দ করে, ধ্বনি তোলেÑ উচ্চারণের মতো প্রস্ফুটিত হয় রক্তের গহনে। কবিতাগুলো নতুন সময়ের মতো নতুনত্বে তৈরি করবে ভাবনায় চেতনার সৌন্দর্য আবহ।
বেলাল চৌধুরী
Overall Ratings (0)