ফ্ল্যাপের কিছু কথাঃ দূরদেশে পাড়ি দেবার ক্ষণে ফেলে-যাওয়া দৃশ্যাবলি, ফেব্রুয়ারির সঞ্জীবনী ভোর, পদ্মার পাড়, চেনা শহরের অনুষঙ্গ, বিষন্ন সন্ধ্যার সবকিছুতে স্মৃতির ধূসরিমা। তবু সব জেগে থাকে, মহাসমুদ্রের ওপারে আলোকমালাশোভিত আকাশছোঁয়া নগরের কোলাহলময় নির্জতায়। স্বদেশ-দূরদেশের মনোভৌগলিক সীমানা একাকার হয়ে যায়। স্মৃতিময় জগৎ,স্বদেশ,মৃত্তিকা, ফাগুনে তার আমের বনে পাগল করা ঘ্রাণ, অঘ্রাণের ভরা ক্ষেতে দেখা মধুর হাসি হাতছানি দেয়।
আবার ঘরে ফিরলেও মাঝে মাঝেই কোন এক অশুভের পদপাত বলে দেয়, তুমি পরবাসী নিজ বাসভূতেও । এই জটিল, রোরুদ্যমান , প্রায়-উত্তরহীন মানবিক সংকটকে অনুচ্চ স্বরে, সংবেদী দ্যোতনায় ধারণ করতে চেষ্টা করেছেন জ্যোতিপ্রকাশ দত্ত না - কবিতা না-গল্প এই গ্রন্থের ক্ষুত্র পরিসরে। সুনিপুন ভঙ্গি, অন্তরঙ্গ সংলাপ, শিল্পের প্রতীকী ব্যঞ্জনা ও সংযম এই আত্নকথনসমূহের প্রধান বৈশিষ্ট্য। তাঁর লেখা আমাদের কাঁদায়, ভাবায়, গৃহমুখী করে।