শোভন বাঙলা লোকগানের জেলাওয়াড়ি একটা ক্যাটালগ বানিয়ে তুলতে চায়। এরই সঙ্গে নিজের এলাকায় শিক্ষাবিস্তারে সে গড়ে তুলেছে একটি বিদ্যামন্দির। গানের খোঁজে, জ্ঞানের সন্ধানে শোভনের এ যাত্রা সহজিয়া পথে। কিন্তু যে কোনও পথচলার মতোই নানা ওঠাপড়া এবং তীব্র ঘাত-প্রতিঘাতে এ কাহিনি হয়ে উঠেছে জীবনের মতো বিস্তৃত।