সারসংক্ষেপ অনেক দিন আগে, জার্মানির এক শহরে থাকতো দুই ভাই-তারা দুজনেই ভালোবাসতো গল্প শুনতে, আর গল্প পড়তে। তাদের দুঃখের দিনে একজন মানুষের সঙ্গে তাদের দেখা হয়। যিনি তাদের সন্ধান দেন একটা পুরনো লাইব্রেরির। দুই ভাই ওই বইগুলো পড়ে পড়ে মুগ্ধ হয়ে যেত। ওই গল্প পড়তে থাকার সময়টুকুতে দুই ভাই থাকতো ভারি সুখে আর আনন্দে। সারা পৃথিবী তাদের দুজনকে চেনে গ্রিম ভাই নামে। বড় হয়ে তারা ঠিক করে যে, ছোটদের জন্য তারাও করবে অমনসব বই, যা পদে তাদের মন থাকবে হাসিখুশি আর ভালো। যে রূপকথার গল্পগুলো তাদের মন ভালো করে দিত, দুই ভাই সেরকম সব গল্প সংগ্রহ শুরু করে। তারপর তারা জার্মানির ভরে ছড়িয়ে থাকা রূপকথা সংগ্রহ করেন দীর্ঘদিন ধরে। এই রূপকথাগুলো লোকে বলত মুখে মুখে, গ্রিম ভাইয়েরা সেগুলোকে সংগ্রহ করেন। লিখিত রূপে সেই সংগ্রহটি বের তখন ১৯১২ সালে। আর বেরুবার সঙ্গে সঙ্গে দুঃখিনী মা-হারা সিন্ডারেলা, সৎ মায়ের অত্যাচারে জড়ো জড়ো হ্যানসেল গ্রেথেল, ঘুমন্ত রাজকন্যা, ব্যাঙ রাজা, বন্দিনী রাপুনজেল, আর আরো অন্য সকলের দুঃখ-সুখের গল্পগুলো মন জয় করে নেয় সকল ক্ষুদে পাঠকের।