এই গল্প কয়েকজন সামান্য মানুষের- যারা স্বপ্ন দেখেছিল।
যাদের স্বপ্ন হারিয়ে গেছে। কিংবা হারায়নি।
যারা এখনও স্বপ্ন দেখে।
কিংবা স্বপ্ন দেখে না- তবে স্বপ্ন দেখা চোখ খুঁজে ফেরে।
এই গল্প তাদের যারা ইতিহাসের রথের সঙ্গে পাল্লা দিয়েছিল।
ছিটকে পড়েছিল। টাল সামলাতে সামলাতে হারিয়ে গিয়েছিল।
কিংবা বাঁচার আনন্দে বেঁচেছিল স্বপ্নকেই হত্যা করে;
তবু সামান্য মুহূর্তের জন্যে হলেও এমন এক স্বপ্নের জন্ম দিয়েছিল
কখনো হারায় না যা, কখনোই হারাবে না।
জন্ম-মৃত্যুর দায় কেউ স্বীকার করুক বা না করুক সেইসব স্বপ্ন চিরজাগরুক, অবিনশ্বর।
ইমতিয়ার শামীম
জন্ম : ২ ফাল্গুন ১৩৭১ (১৩ ফেব্রুয়ারি ১৯৬৫],। সিরাজগঞ্জ। পেশা : সাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস (সমাজবিজ্ঞান],। রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষাপর্ব রামগাতী প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষাপর্ব সলপ উচ্চ। বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপর্ব সিরাজগঞ্জ।সরকারি মহাবিদ্যালয়ে। প্রথম প্রকাশিত গ্রন্থ : ডানাকাটা হিমের ভেতর (উপন্যাস, ১৯৯৬)। অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা (২০০০), চরসংবেগ (২০০১), অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর। (২০০১), মােল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির (২০০৬), তা। হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই (২০০৮), আমাদের। চিঠিযুগ কুউউ ঝিকঝিক (২০১০), মৃত্যুগন্ধী বিকেলে। সুশীল সংগীতানুষ্ঠান (২০১২)। স্বীকৃতি : আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য। পুরস্কার (২০১২), লােক সাহিত্য পুরস্কার (২০১৩],। জীবনানন্দ পুরস্কার (২০১৪], প্রথম আলাে বর্ষসেরা। সৃজনশীল বই পুরস্কার (১৪২১)।