যারা দীপ জ্বেলে যায় বইয়ের প্রতিটি চরিত্রই পরোপকারী, মানবদরদি, হিতৈষী, সংগ্রামী ও অদম্য। তারা আলো জ্বেলে যান, আঁধার তাড়ান। সুখবর দিয়ে যান; সুপ্রভাত নির্মাণ করেন। তারা আছেন বলেই বাংলাদেশ এত সুন্দর। বাংলাদেশ হাসে; স্বপ্ন দেখে; সুখের আকাশ ছোঁয়।
এ বইয়ের প্রতিটি গল্পের চরিত্রের জন্য ভালোবাসা। ভালোবাসা প্রিয় আল আমিন রহমান ভাই ও রাসেল মামাকে। পরম শ্রদ্ধা শ্রদ্ধেয় মাহবুব আলম পল্লব ভাইয়ের প্রতি।