জাপান সাগরে রাতারাতি ডুবে গেল একটা দ্বীপ। অনুসন্ধানে নামলো জাপান সরকার, সাবমেরিন নিয়ে চলে গেল জাপান ট্রেঞ্চের একদম তলদেশে। সেখানকার আগ্নেয়গিরি আর ভূ-ত্বকের অস্বাভাবিক আলোড়নের মাঝে তারা আবিষ্কার করলো গা শিউরে ওঠা এক তথ্য; এক বছরের মাঝে ডুবতে চলেছে পুরো জাপান।
কী করবে এখন তারা? কোথায় যাবে? কেউ কি কখনো ভেবেছে, যখন পুরো একটি দেশ তার হাজার বছরের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব বুকে নিয়ে সমুদ্রে তলিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে থাকে, তখন ঠিক কী করা যায়?
কোমাৎসুর বইটা আপনাকে নিয়ে যাবে সেই বিষণ্ণ বাস্তবতায়, আপনাকে ভাবতে বাধ্য করবে আরেকটি কঠিন সত্য।
যদি আমার নিজের দেশের সাথে এমন হয়, তখন কী হবে?