Translator:
রাতের আকাশে চাঁদ দেখলে মনে হয়- এত সুন্দর চাঁদ, কী মিষ্টি আলো! আকাশ ভরা তারার মেলা যেন জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে। আবার, দিনের আকাশে তাকালে দেখি বিশাল বড়ো সূর্য! কী প্রখর আলো তার!
একই আকাশে দিনে দেখা যায় সূর্য, রাতে দেখা মেলে চাঁদের। এত বৈচিত্র্যে ভরা আমাদের এই পৃথিবীর স্রষ্টা কে? কেনো তিনি এসব সৃষ্টি করলেন? জানতে চাও কি?
এই বইয়ে আমরা সেই উত্তরই খুঁজব।
জাবেদ মুহাম্মদ, পিএইচডি
Overall Ratings (0)