জান্নাতী নারীদের জীবনী, কার্যাবলী, এবং ইসলামের জন্য তাদের খেদমত এ প্রসঙ্গে জানা প্রত্যেক নর-নারীর জন্য উচিত। “জান্নাতী ২০ রমণী” নামক এ মূল্যবান গ্রন্থটি জীবন ও মানবতার জন্য তাঁদের অবদান ও হাদীস শাস্ত্রে তাঁদের অক্লান্ত পরিশ্রমের যে সমাবেশ ঘটেছে তা এখানে উপস্থাপন করা হয়েছে।