জানবার কথা শিখতে তাে ছেলেমেয়েরা ইস্কুলে যাচ্ছে। তাহলে আবার ‘জানবার কথা’ কেন?
একটা সাদামাটা জবাব আছে। ইস্কুলের বই ছাড়াও ছেলেমেয়েরা আরাে কিছু কিছু বই পড়তে চায়। পড়েও। ইস্কুলেও পড়ে, ইস্কুলের বাইরেও পড়ে।
আমরা ইস্কুলের আঙিনার বাইরেই ছেলেমেয়েদের নিয়ে আসর জমাতে চেয়েছি। এ-আসরে বােঝা না-বােঝার সঙ্গে পাস-ফেলের সম্পর্ক নেই। ওরা তাই সহজ হয়ে শুনছে, আমরাও সহজ করে বলছি।
বিদেশী বুক অফ নলেজ ধরনের বইগুলির মতাে ‘জানবার কথা’ প্রধানতই পাতা উলটে ছবি দেখবার বই নয়। ছবির বই আর পড়বার বই— দুইই। এতাে হাজার বছরের চেষ্টায় মানুষ যে জ্ঞান ও অভিজ্ঞতা পেয়েছে তারই সারাংশ সহজ করে বলা হয়েছে ‘জানবার কথায়’।