লেখার ক্রমানুসারে কবিতাগুলো এ বইয়ে সাজানো হয়েছে। প্রতিটি কবিতার নীচে রচনাকালের সময় উল্লেখ করা হয়েছে। এ থেকে একদিকে যেমন দেখা যাবে কোনটার নচনাকাল কখন আর একাদকে তেমনি জানা যাবে একটার রচনাকাল থেধকে আর একটার ব্যাবধান কতখানি। যদি কোনো পাঠক-পাঠিকা ঐ সময়ের উপর ভিত্তি করে লেখার গুনাগুণ বিচার করতে চান তাহলে তিনি নিশ্চই তা করতে পারেন।