এখন থেকে প্রায় আড়াই হাজার বছর আগে মহান গ্রিক দার্শনিক Plato প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আকাদেমিয়া। সে-সময় জ্যামিতি ব্যাপারটাকে তারা এতটাই গুরুত্ব দিতেন যে, সেই একাডেমির মূল ফটকে লেখা ছিল-“যে জ্যামিতি জানে না, সে যেন এই দরজা দিয়ে না ঢােকে!’ সেই প্রতিষ্ঠানে পড়তে জ্যামিতি জানাটা যেন ছিল বাধ্যতামূলক, অনেকটা এখন ভর্তি পরীক্ষার মতাে! এই এত বছর পরে এসেও জ্যামিতির গুরুত্ব এতটুকুও কমেনি। সময়ের সাথে সাথে তার রূপ বদলেছে, জ্যামিতিশাস্ত্র প্রাচীন ইউক্লিডীয় সমতল ছেড়ে আশ্রয় নিয়েছে নানান রকম বক্রতায়, এক-দুই কিংবা তিন মাত্রায় তাকে আর আটকে থাকতে হয় না। তবু মহান ইউক্লিড যেই পথটা বাতলে দিয়েছিলেন—শুরুতে স্বতঃসিদ্ধ ধরে নেয়া তারপর ধীরে ধীরে উপপাদ্য প্রমাণ—সেই ‘Axiomatic System’ এখনও আধুনিক গণিতের প্রাণভােমরা হয়ে আছে। এর সাথে পরিচয় হওয়াটা তাই খুবই জরুরি ব্যাপার
দিপু সরকার
দিপু সরকার ১৯৯২ সালের ১৭ই মার্চ ঢাকায়। জন্মগ্রহণ করেন, পৈতৃক নিবাস। পিরােজপুর জেলার বিন্না গ্রামে। . এইচ. কে. সরকার ও মৃদুলা রাণী সরকারের বড় ছেলে তিনি। তিনি ও তার ভাই সবুজ সরকার বেড়ে ওঠেন বরিশাল। শহরে । বরিশাল জিলা স্কুল থেকে ২০০৭ সালে। এস. এস. সি. ও অমৃতলাল দে কলেজ থেকে ২০০৯ সালে এইচ. এস. সি. পাস করেন।। এরপর বাংলাদেশ প্রকোশল বিশ্ববিদ্যালয় (BUET) এ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। (CSE) বিষয়ে থেকে স্নাতক সম্পন্ন করেন। ছােট বেলা থেকেই তিনি গণিত ও বিজ্ঞানের প্রতি। আগ্রহী। বর্তমানে তিনি বাংলাদেশ গণিত। অলিম্পিয়াড টিমের সাথে কাজ করে যাচ্ছেন। এছাড়া ২০১০ সালে থেকেই বরিশালে ADO Science Club এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
অনুপম পাল
অনুপম পাল ১৯৯১ সালের ১৩ই জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার উনসত্তর। | পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রতন কুমার পাল এবং উষা পালের বড় সন্তান। চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে তিনি ২০০৭ সালে এস.এস.সি এবং ২০০৯ সালে এইচ এস. সি. পাশ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। গণিতের প্রতি আগ্রহ ও ভালবাসা থেকেই তিনি। মূলত লেখালেখি করেন। অবসরে তিনি খেলাধুলা। ও ঘােরাঘুরি করতে পছন্দ করেন।