অরুনিমা পানির গ্লাস আনতে বিদ্যুতের মত ছুটে গেল। আনিস অরুনিমাকে দেখে ভীষণ ভয় পেয়েছে। বিছানাতেও পেয়েছিল। তিন বছরে এই প্রথম এমনটা হল। আনিস ধরেই নিয়েছিল তার সমস্যাটা কেটে গেছে। সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু এখন মনে হচ্ছে, তার অসুখটা সারেনি। একবার যখন শুরু হয়েছে, এটা এখন দিন দিন শুধু বাড়বে। আনিসের মাথার দুপাশের শিরা দপ দপ করছে। মাথায় ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে। মস্তিষ্কের ভেতরে কে যেন তীক্ষ্ণ ও ধারালো সুই দিয়ে ক্রমাগত খোঁচাচ্ছে। কি যন্ত্রণা! কি যন্ত্রণা!
মারুফ মুহাম্মাদ
২৩ জানুয়ারি, ১৯৯৮ সালে ঢাকায় আমার জন্ম। বাবা : মোঃ আসগর আলী, মা : রেখা পারভীন। আমি পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির প্রতি ভালোবাসা আমার শৈশব থেকে। একটুখানি সময় পেলেই নতুন নতুন গল্পের ভাবনায় ডুবে যেতাম। সাহিত্যের প্রতি এই তীব্র অনুরাগ আমাকে একটু একটু করে ভাবতে শিখিয়েছে। সেই ভাবনাগুলোকে পরবর্তীতে তুলে এনেছি শাদা কাগজের পৃষ্ঠায়। আমি নিজের মত করে, সহজ সরল ভাষায় এই গল্পগুলোকে পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই। পাঠকদের প্রতি আমার আজন্ম ঋণ। ভালোবাসার ঋণ। এই ভালোবাসাই আমার লেখালেখির মূল অনুপ্রেরণা।