জাগো (জীবন, ক্যারিয়ার ও সাফল্য বিষয়ক বিশ্বসেরা পাঁচটি বইয়ের সারসংক্ষেপ সহ)
খুব কম কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে বইটি অনেক ভালো। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা বা শক্তি লোকানো থাকে। কখনো আমরা কখনো আমরা তা বুঝতে বা অনুভব করতে পারি না।বইটি এই বিষয় গুলো নিয়েই লিখা। বইটি আপনার মধ্যে ঘুমন্ত সেই জগৎ কে নারা দিবে বলে আমার মনে হয়। বই পড়ে আপনি কিছুটা হলেও জাগবেন। সব বয়সের মানুষের এই বইটি পড়া উচিৎ।সাফল্য কে জয় করতে হলে আগে নিজেকে জানা টা প্রয়োজন।
আমরা মত অনেকেই একটা ব্যাপার খেয়াল করেন। আমরা অনেক কিছু এক সাথে হতে চাই। অনেকগুলো আইডিয়া নিয়ে একসাথে সব গুলো করতে চাই। সুখি, ধনি, পাওয়ারফুল সব যেন একসাথে। আমরা তাই হতে চাই যা আমরা নই। আর এই ফোকাসের ব্যাপারটা যখন চতুর্দিকে দিতে হয় তখন মানুষিক, শারীরিক সব অবস্থার করুণ অবস্থা হয়। হয় না কোন টাই! যা আমার জন্য সঠিক এবং জরুরী এটাই প্রথম ধাপ হওয়া উচিত। যেমন ধরুন কেউ একজন খুব ভালো ম্যাজিক দেখায়। কেউ খুব ভালো গায়।আপনি হয়ত ভাবেছন, “আহ আমিতো কিছু-ই হতে পারলাম না”। কিন্তু আপনি একটা ব্যাপার জানেন না যে,তার এই পর্যন্ত আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে। ‘বুড়ো পাবলা পিকাসো একবার স্পেনের এক ক্যাফেতে বসে কফি খেতে খেতে রুমালের উপর আঁকিবুঁকি করছিলেন। কফি খাওয়া শেষে তিনি বের হতে যেয়ে এক ভদ্রমহিলা তার রুমাল টা কিনতে চাইল। পিকাসো বললেন, ” নিশ্চয়! রুমালটার দাম ২০ হাজার ডলার মাত্র।” ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, “বলেন কি! দুই মিনিটে আঁকা একটা জিনিসের দাম এত হয় কী করে?” জবাবে পিকাসো বললেন, ” মহাশয়া!ঐটুকু আঁকা শিখতে আমার ৬০ বছরের বেশি লেগেছে।” গল্প থেকে শিক্ষণীয় ব্যাপার এটাই সঠিক লক্ষ্য নির্বাচন করুন, ধৈর্য ধরুন এবং পরিশ্রম করুন সফলতা আপনার দোরগোড়ায় কড়া নাড়বেই। জাগো বইটি আপনাকে সেই সঠিক লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।
জীবনে সবচেয়ে ভালো করে যে জিনিসটা তৈরি করতে হয় তা হল ক্যারিয়ার। তা ঠিক না হলে মানুষের হারিয়ে যেতে হয়। বইটি সময়োপযোগী অসাধারণ একটা বই। আমার বইটি ভালো লেগেছে। ইণ্সেপাইরেশন জোগাবে
শিকড়ের সন্ধানে,,,,,, সারাবিশ্বেই নন ফিকশন বই হিসেবে সেলফ হেল্প বা আত্মউন্নয়নমূলক বইয়ের দারুণ চাহিদা। তবে নানাবিধ কারণে বাংলায় মানসম্মত সেলফ হেল্প বই তেমন নেই। আবার ইংরেজিতে লেখা বইগুলাে দেশে সহজে পাওয়া যায় না, আর গেলেও দাম বেশ চড়া। তাছাড়া ইংরেজি বই পড়তে অনেকেই স্বাচ্ছন্দ্য বােধ করেন না। অথচ এই বইগুলাের জ্ঞান ও শিক্ষা আমাদের তরুণ পাঠকদের জন্য খুবই জরুরী এবং অবশ্যপাঠ্য। জাগে বইটিতে সেরা সেলফ হেল্প বইয়ের চুম্বক অংশগুলাে একসাথে করে পাঠকদের জন্য উপস্থাপন করা হয়েছে। আমার পড়া সেরা ‘সেলফ হেল্প’ বইয়ের চুম্বক অংশ গুলো একসাথে করে আমার পাঠকদের জন্য উপস্থাপন করছি। বিশ্বসেরা পাঁচটি ‘সেলফ-হেল্প’ বইয়ের সামারি বা সার সংক্ষেপ বাঙালি ঢঙয়ে উপস্থাপন করা হয়েছে জাগো বইতে। সেই সাথে তরুন পাঠকদের জন্য বোনাস হিসেবে থাকছে জব সার্চ, সিভি লেখা, ইন্টারভিউ আর ক্যারিয়ারে ভাল করবার কৌশল সংক্রান্ত দুটো লেখা। হ্যাপি রিডিং। তাই জাগো বইটির মাধ্যমে জানতে পারবেন সেরা পাঁচটি বইয়ের সারসংক্ষেপ যা আপনার বাস্তব জীবনে অনেক উপকারে আসবে,,,,,,
সারাবিশ্বেই ‘নন ফিকশন’ বই হিসেবে ‘সেলফ হেল্প’ কিংবা আত্মউন্নয়নমূলক বইয়ের দারুণ চাহিদা। তবে নানাবিধ কারনে বাংলায় মান সম্মত ‘সেলফ হেল্প’ বই তেমন নেই। আবার ইংরেজিতে লেখা বইগুলো দেশে সহজে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দাম বেশ চড়া। তাছাড়া ইংরেজি বই পড়তে অনেকেই স্বচ্ছন্দ্য বোধ করেন না। অথচ এই বইগুলোর জ্ঞান আর শিক্ষা আমাদের তরুন পাঠকদের জন্য খুবই জরুরী আর অবশ্যপাঠ্য! আমার পড়া সেরা ‘সেলফ হেল্প’ বইয়ের চুম্বক অংশ গুলো একসাথে করে আমার পাঠকদের জন্য উপস্থাপন করছি। বিশ্বসেরা পাঁচটি ‘সেলফ-হেল্প’ বইয়ের সামারি বা সার সংক্ষেপ বাঙালি ঢঙয়ে উপস্থাপন করা হয়েছে জাগো বইতে। সেই সাথে তরুন পাঠকদের জন্য বোনাস হিসেবে থাকছে জব সার্চ, সিভি লেখা, ইন্টারভিউ আর ক্যারিয়ারে ভাল করবার কৌশল সংক্রান্ত দুটো লেখা। হ্যাপি রিডিং। – মেজর মোঃ দেলোয়ার হোসেন (ডেল এইচ খান) > জাগো