বিখ্যাত ইংরেজ রাজা সিংহ হৃদয় রিচার্ড গেলেন ধর্মযুদ্ধে। এই সুযোগে তাঁর ভাই জন সিংহাসন দখল করে দুষ্টু লোকদের সাথে চক্রান্ত করে। রিচার্ড ফিরলেই তাকে বন্দি করে পাকাপাকিভাবে জন সিংহাসনে বসবে। রিচার্ডের অনুগত বীর আইভ্যানহো দেশে ফিরে এলো গোপনে।
রাজা রিচার্ডের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে হারিয়ে দিলো জনের প্রধান তিন সহযোগীকে। ক্ষুব্ধ তিন সহযোগী ডাকাতের বেশে ধরে নিয়ে গেলো আইভ্যানহোর প্রেমিকাকে। তারপর? আইভ্যানহো কি পারবে তার প্রেমিকাকে উদ্ধার করতে? সিংহ হৃদয় রিচার্ড কি পারবেন রাজ গদি পুনরুদ্ধার করতে?