আব্বাসি খলিফা হারুনুর রশিদ থেকে হেফাজত-আমির শাহ আহমদ শফী—সময়কাল বিবেচনা করলে বইটির আয়তন বেশ দীর্ঘ। তবে দূর অতীতের চেয়ে নিকট সময়ে বিগত মনীষীদের জীবন ও সাম্প্রতিক ইতিহাস এতে বেশি আলোচিত হয়েছে। কোনো কোনো আলোচনা আপনাকে ইতিহাসের অনালোচিত দিক কিংবা বিস্মৃত ব্যক্তি সম্পর্কে ওয়াকিবহাল করবে, কোনো আলোচনার সঙ্গে খানিকটা চিনপেহচান আছে, আবার কোনো ঘটনা হয়তো আপনার সময়কালে এমনকি চোখের সামনেই সংঘটিত হয়েছে, কিন্তু সময়ের পরিক্রমায় বেমালুম ভুলে আছেন। সচেতন বাঙালি মুসলিম হিসেবে ইতিহাস ও মনীষী-জীবনের এ পাঠগুলো আপনার আয়ত্তে থাকা জরুরি।