কবিতা এক আশ্রয়। আমাদের চিন্তা, দর্শন, ভাবাবেগ, শক্তি, সংহতি প্রকাশের মাধ্যম হিসেবে কবিতাকেই অনন্য মনে হয়। কালের বিবর্তনে কবিতার ভাষা বদল হয়েছে। কবিতার শাখা-প্রশাখাগুলো কখনো শানিত আবার কখনো ক্ষীয়মাণ। যতটা রদবদল কবিতায় হয়েছে সাহিত্যের কোন শাখাতেই ততটা হয়নি বোধকরি।
কবি ময়নামতির প্রথম কাব্যগ্রন্থ ‘ঈশ্বর ও জীবন'। পাণ্ডুলিপি পড়তে পড়তে মনে হল, তার কবিতায় একদিকে সুস্পষ্ট বিদ্রোহ আরেক দিকে ছায়াময় বিষাদ ভর করে আছে। একটা বার্তা রেখে যাবার ব্যকুলতা। ভাঙনের ব্যথা কলমের গা বেয়ে নেমে গেছে এক অজ্ঞাত পথে। সেই পথ খুঁজে বের করে তাকে আবার রৌদ্রস্নাত করতেও তিনি সচেষ্ট।
প্রথম বই হিসেবে তাকে পাঠক গ্রহণ করে নিক। আবেগ ও শব্দকে আরো কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলে, আঙ্গিক ও প্রকরণগত বিন্যাসে আরো সচেতন হলে তার কবিতা বোদ্ধামহলের নজর কাড়বে; এ কথা নির্দ্বিধায় বলা যায়।