উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বইটি প্রণীত। পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও স্পেন- এর প্রাচীন সভ্যতা থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামের ইতিহাস এ-পুস্তকে বর্ণিত হয়েছে। মরুপ্রধান দেশ আরব উপদ্বীপ। তিনদিকে সাগরবেষ্টিত এই শুল্ক, কর্কশ ও অনুর্বর দেশটিতেই ইসলামের আবির্ভাব। হযরত মুহাম্মদ (স)-এর নেতৃত্বে এ অন্ধকারাচ্ছন্ন দেশটি ইসলামের সুশিক্ষায় কিভাবে আলোয় ঝলমল করে উঠে এবং বিশাল সাম্রাজ্য গঠন করে জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটায় এ-কাহিনীই বইটির উপজীব্য।