

ইসলামী মনোবিজ্ঞান
বইঃ ইসলামী মনোবিজ্ঞান। পবিত্র কোরান এমন একটি বই যেখানে ক্ষুদ্র বা বৃহত্তর কোন কিছুই বাদ যায়নি। স্বাভাবিকভাবে কোরানে মানুষের আচার আচরন নিয়ে অনেক আয়াতই নাযিল হয়েছে সেগুলো নিয়েই সাজানো হয়েছে "ইসলামী মনোবিজ্ঞান"। এ বইটি একবার পড়ে কেউ এর অর্থ বা ব্যাখ্যা বুঝতে সক্ষম হবে বলে আমার মনে হয় না। প্রথমবার পড়ে এর 'Concept'গুলো বুঝতে হবে এবং দ্বিতীয়বারে এর মুল কথার ব্যখ্যা। সাধারনত মনোবিজ্ঞান হয় ৬ প্রকার। যথাঃ শিল্প মনোবিজ্ঞান, প্রকৌশল মনোবিজ্ঞান, বিকাশ মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, মানষ পরিমান, নির্দেশ মনোবিজ্ঞান। কিন্তু মাওলানা হেমায়েত উদ্দিন আহমেদ এইসব মনোবিজ্ঞানকে বাদ দিয়ে লিখেছেন নতুন নয়টি শাখা নিয়ে যা তিনি নিজেই কোরান এবং হাদিসের আলোকে বের করেছেন। তিনি তৈরী করেছেন যথাঃ শিক্ষা মনোবিজ্ঞান, ইবাদত মনোবিজ্ঞান, দাওয়াত মনোবিজ্ঞান, আচরন মনোবিজ্ঞান, পরিবার মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান চরিত্র মনোবিজ্ঞান এই শাখাগুলো নিয়ে এবং সবই তিনি ব্যাখ্যা করেছেন কোরান এবং হাদিছের দ্বারা যা এই আধুনিক যুগে কেউই করেনা।
SIMILAR BOOKS
