“পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের প্রাপ্যাংশ রয়েছে। অনুরূপভাবে পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও প্রাপ্যাংশ রয়েছে। তা কম হোক অথবা বেশি, এক নির্ধারিত অংশ। "১
ইসলামী শরী'য়াহ্-এর বিধানানুযায়ী মৃত ব্যক্তি যদি এক গজ কাপড়ও রেখে যায় আর তার দশজন ওয়ারিস বর্তমান থাকে, তবে উক্ত বস্ত্র খণ্ডটি ১০ খণ্ডে বিভক্ত করে ১০ জন উত্তরাধিকারীর মধ্যে হারাহার মত বণ্টন করতে হবে। অবশ্য একজন উত্তরাধিকারী অপর একজন উত্তরাধিকারীর নিকট থেকে তার প্রাপ্যাংশ খরিদ করে নিতে পারবে। ২
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এতে রয়েছে মানব জাতির সার্বিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান। উত্তরাধিকার বিজ্ঞান (Succession Science) ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ।
মাওলানা মুহাম্মদ আবদুর রব
মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান মুমিন
Title :
ইসলামের উত্তরাধিকার আইন ইসলামের সাক্ষ্য আইন