আধুনিক বিশ্বে ইসলামের মতো অন্য কোনো ধর্মকে এতটা ভীতি ও ভুল বোঝাবুঝির মাঝ দিয়ে যেতে হয়নি। বলা হয়ে থাকে, ইসলাম একটি চরমপন্থী ধর্ম , যে ধর্মটি টেরোরিজম বা সন্ত্রাসবাদকে উসকে দেয়। যে ধর্মটি কর্তৃত্বপরায়ন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে, নারীদের অবদমন করে এবং গৃহযুদ্ধের সূচনা করে। ক্যারেন আর্মস্ট্রং রচিত ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থটি ইসলামের কিছু জটিল ঘটনাপ্রবাহ নির্দেশ করে যা এই ধর্মটি সম্পর্কে আধুনিক মৌলবাদীদের ধারণার থেকে ভিন্ন কিছুর সন্ধান দেয়।
“ধর্মীয় বিষয়ে বিভিন্ন গ্রন্থ রচনার জন্য ক্যারেন আর্মস্ট্রং একজন সম্মানিত ও জনপ্রিয় লেখক। একটি সংক্ষিপ্ত ইতিহাস আকারে ইসলামকে তুলে ধরার জন্য তিনি যথাযথ ও সুসংগঠিত কাজ করেছেন। ইসলাম ধর্মীয় বিদ্বেষ নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে, অনেক বই রচিত হয়েছে। ক্যারেন আর্মস্ট্রং এর বিস্তৃত ও সহানুভূতিপূর্ণ এই লেখাকে আমরা স্বাগতম জানাই।” – লস এঞ্জেলস টাইমস
“আর্মস্ট্রং এর দ্রুতগতির বর্ণনা বইটিকে সমৃদ্ধ করেছে। পুর্বতন বহু ধারণা মিলিয়ে গিয়েছে। বইটি খুব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বই।”
– এন্টারটেইনমেন্ট উইকলি
ক্যারেন আর্মস্ট্রং
ক্যারেন আর্মস্ট্রং রােমান ক্যাথলিক হিসেবে সাত বছর অতিবাহিত করার পর ১৯৬৯ সালে বৃত্তি : ত্যাগ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে আরবীতে ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আধুনিক সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেছেন এবং এক সরকারি বালিকা স্কুলে ইংরেজি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি ফ্রিল্যান্স লেখক ও ব্রডকাস্টারে পরিণত হন। দীর্ঘদিন থেকেই যুক্তরাজ্যে ধর্মীয় বিষয়ে অন্যতম প্রধান ভাষ্যকার তিনি, মার্কিন যুক্তরাষ্ট্রেও একই মর্যাদা অর্জনের পথে। বর্তমানে তিনি লিও বায়েক কলেজে জুডাইজম বিষয়ে শিক্ষাদান। করেছেন এবং রাব্বী ও শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। ক্যারেন আর্মষ্ট্রং অ্যাসােসিয়েশন অব মুসলিম সােস্যাল সায়েন্স-এরও সম্মানিত সদস্য। ১৯৯৯ সালে তিনি মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স’ কাউন্সিল মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন। ক্যারেন আর্মষ্ট্রং-এর অন্যান্য উল্লেখযােগ্য গ্রন্থ হচ্ছে : প্রু দ্য ন্যারাে গেইট (১৯৮১), বিগিনিং দ্য ওয়ার্ল্ড (১৯৮৩), দ্য গসপেল অ্যাকর্ডিং টু উওম্যান (১৯৮৭), হলি ওআর : দ্য ক্রুসেডস্ অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন টুডে'স ওয়ার্ল্ড (১৯৯১), দ্য ইংলিশ মিস্টিকস্ অব দ্য ফোরটিন্থ সেঞ্চুরি (১৯৯১), আ হিস্ট্রি অব গড : দ্য ফোর থাউজেন্ড ইয়ার কোয়েস্ট অব জুডাইজম, ক্রিশ্চানিটি অ্যান্ড ইসলাম (১৯৯৩), জেরুজালেম : ওআন সিটি, থ্রি ফেইস (১৯৯৬), ইন দ্য বিগিনিং : আ নিউ ইন্টারপ্রিটেশন অব জেনেসিস (১৯৯৬), ইসলাম : আ শর্ট হিস্ট্রি (২০০১), বুদ্ধা (২০০০), দ্য ব্যাটল ফর গড : আ হিস্ট্রি অব ফান্ডামেন্টালিজম (২০০০) ও দ্য হিস্ট্রি অব মিথ।