"ইসলামের সোনালী যুগ" বইটির সম্পর্কে কিছু কথা:
আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা) মাদীনায় যেই ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছিলেন তা ছিলাে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র। দশ বছর যাবত তিনি ছিলেন এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) ইন্তিকালের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন আবু বা আসৃসিদ্দিক (রা)। তিনি দুই বছর তিন মাস এই রাষ্ট্র পরিচালনা করেন।
আবু বা আসৃসিদ্দিকের (রা) ইন্তিকালের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন উমার ইবনুল খাত্তাব (রা)। তিনি দশ বছর ছয় মাস এই রাষ্ট্র পরিচালনা করেন।
উমার ইবনুল খাত্তাবের (রা) শাহাদাতের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন উসমান ইবনু আফফান (রা)। তিনি বার বছর এই রাষ্ট্র পরিচালনা করেন।
উসমান ইবনু আফফানের (রা) শাহাদাতের পর মাদীনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন আলী ইবনু আবী তালিব (রা)। তিনি পাঁচ বছর এই রাষ্ট্র পরিচালনা করেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষা করে নানাভাবে এটিকে বিকশিত করেন খুলাফায়ে রাশিদীন। আল্লাহর রাসূল (সা) ও তার সুযােগ্য উত্তরসূরীদের শাসনকাল। ইসলামের সােনালী যুগ। এই যুগের অনন্য বৈশিষ্টগুলাে মুসলিম উম্মার গর্বের বস্তু। এই বৈশিষ্টগুলােই এই পুস্তিকার আলােচ্য বিষয়।