গান-বাদ্য বিষয়ে উপমহাদেশের মুফতীয়ে আজম বিশ্ববরেণ্য মুজতাহিদ আল্লামা মুফতী শফী সাহেব (রাহ.) আরবী ভাষায় “কাশফুল আ’না আ’না ওয়াসফিল গিনা” নামক একটি চমৎকার কিতাব রচনা করেছিলেন। কিতাবটিতে তিনি গান-বাজনা সম্পর্কে কুরআন-হাদীসের আয়নায় শরয়ী বিধি-বিধান এবং মুসলিম জাতির বহবার বিগদ্ধ মুজতাহিদগণের মতামত বিস্তর আলোচনা পেশ করেছেন। নানাবিধি বিষয় ও বিশদ ব্যাখ্যা সম্বলিত কিতাবটিতে টীকা সংযোজন করা আরো কলেবরে আকারে উর্দূ ভাষায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মুয়ীয সাহেব। সোয়া চারশত পৃষ্ঠাব্যাপী কিতাবটির নাম “ইসলাম আওর মওসীকী”। এটি গান বাজনা সম্পর্কে লিখিত এক অতুলনীয় অনবদ্য গ্রন্থ। গান-বাজনা সম্পর্কে বিশদ ও দলীল বিত্তিক জ্ঞানার্জনে আগ্রহীগণ ফুরসত হলে উক্ত কিতাবটি অধ্যয়ন করতে পারেন। আলোচ্য কিতাবটি সুবিশাল দীর্ঘ ও বিস্তর আলোচনা-পর্যালোচনা, পক্ষে-বিপক্ষে, যুক্তি-তর্কের উপস্থাপনা ও খন্ডনসহ দলীল ভিত্তিক এক দীর্ঘ পরিসরে সন্নিবেশিত হওয়ায় যেহেতু সকল শ্রেণীর ব্যক্তিগণ উপকৃত হওয়া সম্ভবপর নয়, তাই তার সারমর্ম চয়ন করে সংক্ষিপ্তাকারে একটি পুস্তিকা রচনায় মনোনিবেশ করি এবং তাতে ডিজেটাল যুগের নিত্য-নতুন আধুনিক কিছু বিষয়াদি সংযোজন করা হয়। এ ছারাও অত্র পুস্তিকাটিতে অনুবাদকের কলম হতেও বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনা প্রবাহ সংযোজন করা হয়। সাথে সাথে নাচ ও গান-বাদ্যের প্রলয়ংকারী ছোবল আর প্রাণনাশক মহামারী সদৃশ অপকারিতা সংক্রান্ত কিঞ্চিত আলোচনা পেশ করা হয়েছে। যাতে পাঠক বন্ধুরা অতি সহজেই গান-বাজনা সম্পর্কে কোরআনের অমীয় বাণী ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদমাখা বাণীগুলো অধ্যয়ন করত: ভয় ও আশার সমন্বয়ে গঠিত সঠিক চিন্ত-চেতনা প্রয়োগ করে নিজকে ও মুসলমি জাতিকে ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতি হতে রক্ষা করে চির শান্তির পথে চলতে পারে। এ দ্বীনি কাজে সহকর্মী শিক্ষক মহোদয় সহ যারা বিভিন্নভাবে আমাকে সহায়তা করেছেন, তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আর মাওলায়ে পাকের দরবারে প্রার্থনা করি সকলের জন্য যথাযথ পুরস্কার ও প্রতিদান। মানুষ তো ভুলের উধ্বে নয়, তাই ভুল-ক্রটি হওয়া স্বাভাবিক। বিধায় পাঠক বন্ধু-বান্ধবদের দৃষ্টিতে অনিচ্ছাকৃত বা মুদ্রণজনিত কোন প্রকার ভুল-ভ্রান্তি পরিলক্ষিত হলে ক্ষমার দৃষ্টিতে দেখে অবগত করালে শুধরিয়ে নেয়ার প্রতিজ্ঞা রইল। ইনশা আল্লাহ। পরিশেষে মনের অভিপ্রয় ব্যক্ত করছি যে, এ বইটি পড়ে আল্লাহর একজন বান্দা-বান্দীও যদি গান-বাদ্যের জগত থেকে নিজের জীবনের মোড় পাল্টিয়ে নেয়, তবে এ মেহনত স্বার্থক হয়েছে বলে কৃতজ্ঞ হয়ে দরবারে এলাহীতে নাজাতের আশা করার প্রয়াস পাব বলে বিশ্বাস করি। আল্লাহ তা’আলা আমাদের সকল মেহনত কবুল করুন। আমীন....