রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা যে লোকের দ্বীনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, সে যদি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তবে তার সাথে (তোমাদের পাত্রীর) বিয়ে দিয়ে দাও। তা না করলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও বিপর্যয় ছড়িয়ে পড়বে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তার মাঝে কিছু (ক্রটি) থাকলেও কি (এটা-ই করতে হবে)? তিনি বললেন, তোমাদের নিকটে যে লোকের দ্বীনদারি ও নৈতিক চরিত্র পছন্দ হয়, সে লোক তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করলে তার সাথে বিয়ে দিয়ে দাও। (বর্ণনাকারী বলেন) একথা তিনি তিনবার বললেন।