এ কিতাব মূলত হযরত থানভী রহ.-এর আত্মশুদ্ধিমূলক মালফূযাত সংকলন “আনফাসে ঈসা”-এর ব্যাখ্যাগ্রন্থ। বেশ কয়েক বছর রমযানুল মুবারকে প্রতিদিন জোহর নামাযের পর শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দামাত বারাকাতুহুম ইসলাহী মজলিসে এ কিতাব পাঠ করে তার ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। সে আলোচনায় “আনফাসে ঈসা” নামক কঠিন কিতাব শ্রোতাদের জন্য একেবারে সহজবোধ্য হয়ে গেছে। “ইসলাহী মাজালিস” সে সকল মজলিসি ব্যাখ্যারই সংকলিত রূপ। ইসলাহী মাজালিস আত্মশুদ্ধি ও আল্লাহর মা‘রেফাত লাভের পথপ্রদর্শকরূপে বিবেচিত একখানি অনন্য গ্রন্থ।
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী
বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস, অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন” এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানী ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।