পথ মেয়েটিকে প্ররোচিত করে। একশো পাহাড় ঠেলে, একশো নদী সাঁতরে সে এগিয়ে চলে। ভাবে ঐদিকে যাবে, কিন্তু ঐ অন্ধকারে নয়। তবু পথ ফুরিয়ে অন্ধকার হয় আর অন্ধকার ছড়িয়ে গহীন অরণ্য। অরণ্যের সবুজ ভেঙে শ্বাপদেরা ছুটে আসে। আঘাতে আঘাতে মেয়েটিকে গাঢ় লালে ডুবিয়ে দেয়। রক্তলাল স্রোতে অঙ্কুরিত বেদনারা বিবিধভঙ্গিতে তাকে ঘিরে ধরে। মেয়েটি তবু হাঁটে আর হাঁটে। হাঁটতে হাঁটতে সে স্বর্গ, নরক এমনকি ঈশ্বরের দেখাও পায়। কিন্তু তার যাত্রা ফুরায় না। ক্ষ্যাপার পরশ পাথর খুঁজে ফেরার মতো মেয়েটি ঐ পথে পথেই ঈশ্বরকোলের সন্ধান করে বেড়ায়।