ভূমিকা সাইফকে ডিভোর্স দেওয়ার পর বুঝতে পারলো শারমিন আসলেই নিজের বিদ্রোহী মনের আড়ালে সাইফকে ভালোই বেসেছিল। একবছর ধরে শারমিন বিরক্ত লাগা নিয়ে সংসার করে যাচ্ছিল সাইফের সাথে। মনে হচ্ছিল দম বন্ধ করে মরেই যাবে। অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে। কিন্তু ডিভোর্সের পরেই ভালোবাসার মতো সেই অনুভূতি শারমিনের বুকে এসে জমা হয়। এরপর? স্টেশনে অয়নের সামনের সিটে যে দুই মেয়ে উঠেছিল তার সাথে অয়নের সখ্য তৈরি হয়ে যায়। অয়ন তো এটাই চাইছিল, যার কারণে একটু ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ট্রেনে উঠে আসা দুই 'বদ টাইপ'-এর লোকদের উপেক্ষা করতে চাইছিল। টিকেট না কাটার ফলে তাঁদের সিট ছেড়ে দিতে হয় আর সেই আসনেই এসে বসে দুই সুন্দরী তরুণী। এরপরের ঘটনা এভাবে মোচড় নেবে তা কি ভেবেছিল অয়ন? চিত্রনায়িকা হয়ে ওঠার গল্পগুলো কি সব সময়েই কঠিন হয়? হয়তো হয়। জীবনের বাঁকে বাঁকে হেরে যেতে যেতে শরীর সর্বস্ব দিয়ে বেঁচে ওঠে নিশি। জীবনের অন্তিম মুহূর্তে এই শরীরই তাঁকে দু মুঠো খাবারের ব্যবস্থা করে দেয়। এই নিশি নামটা আরো অনেক পরে যুক্ত হয় যখন সত্যি সত্যি সে একজন চিত্রনায়িকা হয়ে ওঠে। কিন্তু নায়িকা হয়ে ওঠার আগের গল্পগুলো কেমন ছিল? আমাদের চারপাশের খুব সাদামাটা অথচ সুক্ষ্ম কথাগুলো উঠে এসেছে মাহতাব হোসেনের দ্বিতীয় গল্পগ্রন্থ 'ঈশ্বরদী বাইপাস'এ। এই গ্রন্থে রয়েছে ৯টি গল্প।