সঙ্গে থেকেও চেনা মুখগুলো দিনের শেষে হয়ে যায় অচেনা। এক জনমে শরীর চেনা যায়, মানুষ চেনা এত সোজা নয়। জীবন সীমান্তে সবারই কিছু গল্প থাকে অন্তরীণ,অনন্ত ও অন্তহীন তালাবদ্ধ । যেখানে অবশেষে রোদ , বৃষ্টি ও জোনাকি হারিয়ে কাঁদে ঐ রূপালি চাঁদ ।
চোখ যেমন মনের কথা বলে তেমনি ওই দু'চোখের ইশারাতে লুট হয় কত শত জীবন । আবার ছলনার ইশারা মানুষকে নিয়ে যায় ভিনদেশী নগরে । ইশারাই যেন আমাদের জীবন,প্রেম,ব্যথা,প্রণয় ও আহত খন্ডিতকাল ।