এক মনিটিরে নীরবতা কবতিায় প্রবশেে আমার অদৃশ্য ভয় কবতিার কাছাকাছি নকিটর্বতী দূরত্বে বপিৎসীমার শষে চঠিতিে শষে স্মৃততিে আমি বাধা পড়ি কন্তিু কখনোই কবতিার সঙ্গে একত্রে নয় মাঝখানে মহামাররি মতো শুয়ে আছে কাঁটাতাররে যুগসন্ধি সন্ধক্ষিণ পরেয়িে কবতিার কাছে আমার যাওয়া হয় না ছল ও চাতুরীর স্বনর্মিতি মথিরে কাছে ২. ভাবর্মূতরি ভাব ও অভাবরে জানলা দয়িে প্রভাত সমীরণে '** নানা অনুষঙ্গ ইনয়িে বনিয়িে আমাকে বক্রিি করে দয়ে ববিধি বাহানায় বহুমুখী সামাজকি যোগ বয়িোগরে লাইক শয়োর কমন্টেরে দূরর্বতী নকৈট্যে এখানে ওখানে ঘুরে ফরিি হাড়ে বাতাসরে খরস্রোত দাঁতে বায়ান্নো বাজার তপিান্ন গলরি উৎপাদতি মাংসরে কাঁচাগল স্বনর্ভির বাধার ঐক্যতানে তাল হারয়িে ব্যথায় র্জজরতি থাকি বসন্ত থকেে বচ্ছিদে ঋতু কবতিা সংলগ্ন এলাকার দূরর্বতী অঞ্চল দয়িে আমার ভ্রমণ শষেে কবতিার জন্য বরাদ্দ করি বাতাসরে জাহাজে পাড়ি দওেয়া এক মনিটিরে নীরবতা
আসাদুল ইসলাম
Overall Ratings (0)