এক বিষণ্ণ সকালে ইরকুর সঙ্গে বন্ধুত্ব হলো নাফির। বন্ধুর মন ভাল করার জন্য ইরকু তাকে বেড়াতে নিয়ে গেল মশাদের জগতে।
সেখানে তারা মশাদের নাচ দেখল, গান শুনল, শিখে নিলো মশাদের রক্ত খাওয়ার যাবতীয় কলাকৌশল।
ঘুরেফিরে দেখল মশাদের স্কুল, আবাসিক এলাকা, সেনানিবাস, বৃদ্ধাশ্রম, জাদুঘর, রাজবাড়িসহ আরও অনেক কিছু। তারা মশাবাহিত রোগগুলো সম্পর্কে তো জানলই, সেগুলো থেকে বাঁচার উপায়গুলোও জেনে নিলো।
প্রিয় ক্ষুদে পাঠক, ইরকু এবং নাফির সঙ্গে এই আনন্দ-ভ্রমণে তোমাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আজ থেকে ওরা তোমাদেরও বন্ধু হলো।
আপনার পরবর্তী প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে, তার হাতে 'ইরকু' তুলে দিন।