ঝুম্পা লাহিড়ীর জন্ম ১৯৬৭ খ্রিস্টাব্দে, লন্ডনে বড় হয়েছেন রােড আইল্যান্ডে। বস্টন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ঝুম্পা স্বামী এবং দুই সন্তানসহ এখন ব্রুকলিন (নিউইয়র্ক) বাসী। ঝুম্পা লাহিড়ীর প্রথম বই ইন্টারপ্রেটার অব ম্যালডিজ’ নামে গল্প সংকলন ২০০০ সালে গদ্যের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিল এই বই। এ ছাড়াও এ বই পেয়েছে পেন হেমিংওয়ে পুরস্কার, নিউ ইয়র্কার ডেবিউ অব দ্য ইয়ার, আমেরিকান অকাদেমি অফ লেটার্স অ্যাডিসন মেটকাফ পুরস্কার। ছােট গল্পের জন্য তিনি পেয়েছেন ও' হেনরি পুরস্কার ২০০২ সালে পেয়েছেন গুগেনহাইম ফেলােশিপ। তার প্রথম উপন্যাস ‘দি নেমসেক’ (২০০৩)। দ্বিতীয় গল্পগ্রন্থ ‘আনঅ্যাকাসটমড আর্থ’ (২০০৮)।
Title :
ইন্টারপ্রেটার অব ম্যালাডিজ (বাংলা ভার্সন) (হার্ডকভার)