

ইন্সপায়ারিং থটস অব এ পি জে আবদুল কালাম (পেপারব্যাক)
আমার জানার ইচ্ছাটা একটু বেশি,বইটির নাম শুনেই কেনো জানি মনে হয়েছে হয়তো অনেক কিছু জানা জাবে বইটি পড়লে।জানার সেই আগ্রহ থেকেই বইটি কিনা।বইটি পড়ে আমার বেশ ভালো লেগেছে।জানতে পেরেছি অনেক কিছু, যে টা আমি আমার জীবনে কাজে লাগাতে পারব। শুধু আমি না প্রতিটি তরুণ এই বইটি পড়া উচিৎ। যাদের শিক্ষার ইচ্ছা আছে তারা এই বই পড়ে অনেক আনন্দিত হবেন।লেখার মানও অনেক ভাল।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালাম, যিনি একজন পদার্থ ও মহাকাশ বিজ্ঞানী, এবং ভারতের সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণে অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। ‘ইন্সপায়ারিং থটস অব এ পি জে আবদুল কালাম’ বইটিতে তাঁর ১০০ প্রেরণামূলক উক্তি অনুবাদ করা হয়েছে এবং সেগুলোর ভাব-সম্প্রসারণ করা হয়েছে। উক্তিগুলো সবার যাপিত জীবনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা রাখি।
ইন্সপায়ারিং থটস অব এ পি জে আবদুল কালাম তিনি কে ছিলেন আমরা সবাই কম বেশি জানি। তার জীবন আসলে মানুষক ইন্সপায়ারিং করার মত। যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবারই পড়া উচিৎ। সুন্দরভাবে বুঝানো হয়েছে জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো
SIMILAR BOOKS
