ইনীশা উপন্যাসে এই সমাজের বিভিন্ন স্তরে মেয়েদের প্রতি করা অবিচার, এমনকি অনার কিলিং এর মত বিষয় উঠে এসেছে। উপন্যাসের নায়িকা ইনীশা, পেশায় একজন ডাক্তার। সে নির্ভীক, আপোষহীন, প্রতিবাদী এক মেয়ের প্রতিচ্ছবি। সমাজের চোখে, পরিবারের কাছে মেয়েরা সুন্দর হোক কি কুৎসিত, ধনী হোক কি গরিব, শিক্ষিত হোক কি অশিক্ষিত, সবার জীবন প্রবাহ যেন একই ধারায় বইছে। ইনীশা ভাবে -কন্যা, জায়া, জননী এসব সম্বোধনের ভেতরে আটকে পড়া ওরা তো প্রথমে মানুষ, তারপর নারী। অন্তত মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার অধিকারটা সমাজ তাদের দিক।