এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে। পাসপোর্টে ছাপ পড়ে। বাক্স প্যাঁটরা নিয়ে ইমিগ্রেশান পার করে মানুষ। এক সময়ে যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায়।
প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দু দেশেই। তবু সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে। ওটা ইন্দুবালার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায়।
খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতা। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা।
তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সিদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস—মন কেমনের গল্প।
কল্লোল লাহিড়ী
কল্লোল লাহিড়ী চলচ্চিত্র অধ্যাপনা, তথ্যচিত্র নির্মাণ, ফিল্ম ও টেলিভিশন ধারাবাহিক এবং ওয়েব সিরিজের চিত্রনাট্য রচনায় দক্ষ। তার ফাঁকে, তিনি নিজের ব্লগে নানা স্বাদের লেখালেখিও করেন। এই বইটি তাঁর প্রকাশিত দ্বিতীয় উপন্যাস।