Introduction My Father, Mr. Abul Hashim, died on October 5, 1974 shortly before this book was published. It could have been published during his lifetime if the cover designer did not take a long time to finish his work. A mistake was also made in writing the name of the book. In this second edition the mistake has been corrected.
The preface written by the author for the book could not be found at the time of printing and I am sure that it was not brought to the notice of the author, and so it was published without that. Later the preface was found after his death and it is now being printed in this edition.
A second of this book should have been published long ago but owing to various reasons it could not be done. I thank the Co-operative Book Society and also Mr. Munawwar Ahmed for bringing out this edition.
Badruddin Umar Rupnagar, Mirpur, Dhaka April 20, 1998
আবুল হাশিম
আবুল হাশিম (১৯০৫-১৯৭৪)। জন্মগ্রহণ করেন বর্ধমানের কাশিয়াড়া গ্রামের এক অভিজাত জমিদার পরিবারে। তাঁর পিতা ছিলেন বর্ধমানের প্রখ্যাত কংগ্রেস নেতা আবুল কাসেম। তিনি বর্ধমানের রাজ কলেজ থেকে বি.এ. (১৯২৮) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজ থেকে বি.এল. ডিগ্রি লাভ করেন। ১৯৩৬-এ বর্ধমান থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বঙ্গীয় বিধান সভার সদস্য নির্বাচিত হন। অতঃপর ১৯৩৭ সালে মুসলিম লীগে যোগদান করেন। ১৯৩৮-এ বর্ধমান জেলা মুসলিম লীগের সভাপতি এবং ১৯৪২ সালে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৪৭-এ দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ বিধান সভায় বিরোধী দলের নেতৃত্ব দেন। ১৯৫২-তে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য নিযুক্ত হন। ৫২’র ২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংগ্রাম পরিষদের সভায় সভাপতিত্ব করেন এবং ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য কারাবরণ করেন। অতঃপর খেলাফত রব্বানী পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৬০-এ ইসলামিক একাডেমীর প্রথম পরিচালক নিযুক্ত হন। আবুল হাশিম ঐতিহাসিক ৬ দফা কর্মসূচিকে কেন্দ্র করে পূর্ব বাংলায় বাঙালি জাতিসত্তার যে বিকাশ ঘটে তার একজন তাত্ত্বিক ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ : The Creed of Islam (1950), As I see It (1965), Integration of Pakistan (1967) প্রভৃতি।