বইটি তাদের জন্য, যারা রব্বে কায়েনাতের দরবারে একান্তে দু’হাত উঠান,
কিন্তু নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে মুসলিম উম্মাহর কথা ভেবে ঢুকরে কেঁদে উঠেন...
নিজের দুর্বলতা স্বীকার করে আপন রবের দরবারে বলতে থাকেন,
رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ وَ اجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ وَّ اجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًاؕ
অর্থ : হে আমাদের রব! আমাদেরকে নিস্কৃতি দিন এ জনপদ থেকে, যার অধিবাসীরা যালিম। আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। [সুরা নিসা : ৭৫]